বীর্য পাক না নাপাক?



জন্মবীজ পাক এবং পবিত্র. যদি কিছু মুর্খদের মতে জন্মবীজ নাপাক হয়ে থাকে তাহলে দুনিয়ায় যত মানুষ রয়েছে তাহারা সকলেই নাপাক কারন জন্মবীজ দিয়েই সকল মানুষ সৃষ্টি আল্লাহর ইচ্ছাতেই জন্মবীজ দ্বারা সন্তান জন্ম নেয় আর জন্মবীজ রুহ দ্বারা স্রষ্টার সাথে মিশে যায় জন্মবীজ অপব্যবহার করা হচ্ছে ইবলিস কে খুশি করা কারন কামকর্ম দ্বারাই শয়তান আনন্দ উপভোগ করে অন্যদিকে জন্মবীজের অপব্যবহার রোধ মানে আত্মসংযম হওয়া. সাধক যত বেশী আত্মসংযমী হয় তত বেশী স্রষ্টার নৈকট্য লাভ হয়. দুনিয়ায় সকল মানুষের (কামনা)এবং বাসনা রয়েছে সুতরাং নফস রুপী শয়তান মানুষের অন্তরে এই কাম ক্রোধ লোভ হিংসা মোহ ইত্যাদি প্রভাব দ্বারাই বিরাজমান থাকে অতএব, এসকল প্রভাব দুর করার জন্যই প্রয়োজন একজন কামেল মুরশিদ যিনি শয়তানের সকল প্রভাব হতে মুক্ত একমাএ তারই কথার অনুসরন করলে তারই দেয়া কর্ম গুলো সঠিক ভাবে করলে দেহ হতে শয়তানের প্রভাব হতে মুক্তি পাওয়া যায়. দেহের ভিতরে ষড়রিপুর প্রভাব একমাএ দুর করা যায় নফসের যিহাদের মাধ্যমে আর নফসের সাথে যিহাদ/ যুদ্ধের কৌশল তো একমাএ তিনিই যানেন যিনি যুদ্ধে জয়ী হয়েছেন আর যাহারা যিহাদে জয়ী হয়েছেন তাদের কেই কামেল মুর্শিদ বলা হয়. তাদেরকই জ্ঞানী বলা হয়. টুপি দাড়ী, থাকলেই জ্ঞানী হয়না. বই পড়লেই জ্ঞানী হয়না. দেহতত্ব জানলেই জ্ঞানী হয়না অবশ্য তবে সাময়িক পন্ডিত হওয়া যায় কিছু দিনের জন্য মাএ..................

Comments