স্বপ্ন কত প্রকার হয়ে থাকে? স্বপ্ন দেখার অর্থ


আগেই বলে রাখি সব শ্বপ্ন সত্য নয় আবার সব শ্বপ্ন মিথ্যা নয়।


কে কি বলছে সেটা আমার যানার বিসয় নয় আমার স্বাধারন জ্ঞন থেকে যাহা উপলব্ধি করছি তাহাই লিপিবদ্ভ করলাম।


স্বপ্ন তিন প্রকার:

.সাধারন শ্বপ্ন- মনে মনে যা সারাদিন কল্পনা করে তার প্রভাবে ঘুমের মধ্যে ভাল-মন্দ কিছু দেখা।

অর্থাৎ আপনার চিন্তা ভাবনা ও আপনার কাজ / পেশা যাই করেন না কেন তাহাই আপনি শ্বপ্নের মাধ্যমে দেখতে পারেন ।
.সতর্ক/ সংকেত-  আমরা স্রষ্টিার খুব প্রিয় তাই আমাদের জিবনে যদি বিপদ আপদ আসার সম্ভাবনা থাকে তাহলে সেটা স্রষ্টিার পক্ষ হতে আগেই শ্বপ্নের মাধ্যমে আমাদের যানিয়ে দেয়। যাহা আমারা কেহ বুঝতে পারি আবার কেহ বুঝতে পারিনা। যেমন ইউসুফ (আ:) এমনি শ্বপ্ন দেখেছিলেন।  না পারলে আমাদের ব্যর্থতা।
৩ অপ্রত্যাশিত. আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কেহ কেহ এমন শ্বপ্ন দেখি যাহা আমরা সাধারনত কল্পনাও করিনা। উদাহারন আর নাহি দিলাম। আমাদের মাঝে যাহারা আধ্যাতিক স্বাধনা করেন তাহারা সহজেই বুজবেন । যাহা নিয়ে বছরের পর বছর অপেক্ষা করছে , তাহা হয়তো এক মুহুর্তে সেটা হয়ে গেছে। (এটা আল্লাহ্ র এক বিশেষ নেয়ামত) যাহা সবার ভাগ্যে যোটেনা।

Comments