ইমাম কে ? কি তার কাজ?




ইমাম কে ? কি তার কাজ? এই বিষয়ে কোরআন কি বলে আসুন আলোচনা করি।

 

আল্লাহ্ কোরআনে আনুগত্য করতে বলেছেন আল্লাহ্ , রাসুল ও আমাদের মধ্য যাহারা ক্ষমতার অধিকারী।

এখানে ক্ষমতার অধিকারী তাহাদেরকে বুঝানো হয়েছে যাহারা আল্লাহ্ ও রাসুলের সাথে সংযোগ স্থাপন করেছেন।

ইমাম শব্দের অর্থ- নেতা; আল্লহ্ বলেন স্বরন কর সেইদিন তোমাদের নেতা সহ আহব্বান করিব। তবে সেদিন যদি আমার নেতা না থাকে তাহলে আমার কি অবস্থা হবে? আমাদের উচিৎ নেতা নির্বাচিত করা, কার নেতৃত্বে আমরা হাসরের মাঠে উঠবো? এখানে ইমাম বলতে আমার নেতা, আমাকেই নির্বাচিত করতে হবে।

 

যে আমার হ্রদয়ে স্বাড়া দিবে ধ্যনে খেয়ালে সবসময় কাছে পাব। আট/দশ হাজার টাকার বেতনের নামাজ পড়ানো নেতা নয়। নেতা থাকবে অপরিবর্তিত, নেতার পরিবর্তন হবেনা। সমাজের মসজিদে প্রতিনিয়ত নেতার পরিবর্তন হচ্ছে, কোন নেতার তাবেদারী করছি আমারা, কোন নেতাকে আমারা হাসরের মাঠে খুজবো?

 

সুতরাং সময় থাকতে আপনি আপনার নেতা খুজে বের করুন এবং তাহার আনুগত্য করুন।

আসুন এই বিষয়ে কোর-আনের দুইটি আয়াত শুনি।



يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَطِيعُواْ اللّهَ وَأَطِيعُواْ الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُمْ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلاً

হে মু‘মিনগন! যদি তোমরা আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস কর তবে তোমরা আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসূলের এবং তাহাদের, যাহারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী; কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিলে উহা উপস্থাপিত কর আল্লাহ্ ও রাসূলের নিকট। ইহাই উত্তম এবং পরিনামে প্রকৃষ্টতর। সুরা নিসা- ৫৯

يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُوْلَـئِكَ يَقْرَؤُونَ كِتَابَهُمْ وَلاَ يُظْلَمُونَ فَتِيلاً

স্বরন কর, সেইদিন কে যখন আমি প্রত্যেক সম্প্রদায়কে উহাদের নেতা সহ আহব্বান করিব। যাহাদের দক্ষিন হস্তে তাহদের আমল নামা দেওয়া হইবে, তাহারা তাহাদের আমল নামা পাঠ করিবে এবং তাহদের উপর সামান্য পরিমান ও যুলুম করা হইবেনা। সুরা বনী-ইস্রাঈল- ৭১


Comments